নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বিদায়ী পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এর বিদায় উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন।
শুক্রবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় পুলিশ সুপার কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) শামসুর রহমান ভূইয়া, অতিরিক্ত পুলি সুপার (বানিয়াচং) শৈলেন চাকমা, সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো.নাজিম উদ্দিন।
এ সময় অনেক সংবাদকর্মী অাবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা বলেন অাপনাকে হবিগঞ্জবাসী কখনো ভুলবে না।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স পত্রিকার প্রতিনিধিরা।