নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামের চতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্র ৮দিন ধরে নিখোঁজ রয়েছে।
জানা যায়,গত ১৯ জুলাই থেকে নূরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের সিএনজি ড্রাইভার মো:সফিক মিয়ার ছেলে মো : নাইম মিয়া(১২)আটদিন ধরে নিখোঁজ রয়েছে।
সে সুতাং(শাহজীবাজার)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।নিখোঁজের পর থেকেই নানা জায়গায় খোঁজ করেন।কিন্তু খোঁজ করে না পেয়ে কোন দুর্বৃত্ত চক্রের হাতে পড়ার সন্দেহে পরিবারে চরম উৎকন্ঠা বিরাজ করছে।
নাইমের পিতা সফিক মিয়া জানান,প্রতিদিনের মতো গত ১৯ জুলাই দুপুরে স্কুল থেকে এসে বই ঘরের ভিতর রেখে খেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়।এর পর থেকে নাইম কে আর খোঁজে পাওয়া যায়নি।যদি কোন হৃদয়বান তার সন্ধান পান তাহলে নিম্ন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল-০১৭২৮৮৩৮৮৫৪।
নাইমের পিতা আরো বলেন, নাইম কখনো কোথাও যেত না।হঠাৎ তার নিখোঁজ হওয়ায় পরিবার জুড়ে হতাশা ও আতংক বিরাজ করছে। সে কোন দুর্বৃত্ত চক্রের হাতে পড়েছে কিনা এনিয়েই চরম দুশ্চিন্তায় সময় কাটছে বাড়ির সবাই।