আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহম্মদাবাদ ইউনিয়নের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মধ্যে ট্রপি বিতরন করা হয়েছে।
২৪ জুলাই দুপুর একটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক আরজুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ রহমান আজাদ, ওয়ার্ড মেম্বার আলহাজ্ব আঃ রউফ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন রানীরকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশিদ, ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা প্রসাদ ঘোষ, ছয়শ্রী হাজী আবুল হাশেস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহার প্রমূখ।
বঙ্গবন্ধু চ্যাম্পিয়ন ট্রপিতে চ্যাম্পিয়ন হয়েছে শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে রানীরকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা চ্যাম্পিয়ন ট্রপিতে চ্যাম্পিয়ন হয়েছে ২০১৫ সালের সিলেট বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হওয়া ও বর্তমান জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জনকারী ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।