বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা-২০১৭ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) সকাল ১১ টার দিকে বানিয়াচঙ্গ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অায়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
ফলদবৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচঙ্গ-অাজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) অাসনের সাংসদ অ্যাডভেকেট অাব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শেখ বশির অাহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বন্দীপ কুমার সিংহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মেলা উপলক্ষে এক অালোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২৪ জুলাই সোমবার থেকে শুরু হয়ে চলবে অাগামী ২৬ জুলাই বুধবার পর্যন্ত। মেলায় অাগত অসংখ্য স্টলে পাওয়া যাবে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষ।