বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে অভিমানী স্ত্রীকে ঘরে ফিরিয়ে নিতে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল কদ্দুছ নামে এক হতভাগা স্বামী। ঘটনাটি ঘটেছে রোববার (২৩ জুলাই) রাতে উপজেলার কসবাকরিমপুর গ্রামের আব্দুল হান্নান-এর বাড়িতে।
সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহত আব্দুল কদ্দুছ হবিগঞ্জ সদরের পূর্ব কাটাখালী গ্রামের আব্দুল আউয়ালের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার কসবাকরিমপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মোছাঃ আনোয়ারা বেগমের গর্ভজাত এবং ১ম স্বামীর ঔরষজাত কন্যা ফরিদা বেগমের প্রায় ১৫ বছর আগে বিয়ে হয় নিহত আব্দুল কদ্দুছ-এর সাথে। স্বামীর সাথে ঝগড়া-বিবাদের জের ধরে ২ সন্তানের জননী ফরিদ ১৫ দিন আগে রাগ করে তার মা মোছাঃ আনোয়ারা বেগমের ২য় স্বামী আব্দুল হান্নানের বাড়িতে চলে আসে। খবর পেয়ে রোববার রাতে আব্দুল কদ্দুছ তার স্ত্রী আব্দুল কদ্দুছকে ঘরে ফিরিয়ে নিতে আব্দুল হান্নানের বাড়িতে আসে। কিন্তু ঘরে ফিরে যেতে রাজি না হওয়ায় রোববার রাতেই সকলের অগোচরে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আব্দুল কদ্দুছ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে।