হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদ পুর এলাকায় ভন্ড কবিরাজ জমশেদ এর ভুল চিকিৎসার তান্ডবে পড়ে আক্রান্ত হয়েছে ফাতেমা আক্তার (১২) নামে এক প্রতিবন্ধি কিশোরী। সে সুলতান মাহমুদপুর গ্রামের ফুল মিয়ার কন্যা। জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১০টায় সুলতান মাহমুদপুর গ্রামে প্রবেশ করে ভন্ড কবিরাজ জমসেদ ও তার বোন রুবি বেগম। এসময় প্রতিবন্ধি কিশোরী ফাতেমাকে দেখে সুস্থ করে দেয়ার আশ্বাস দিয়ে জ্বীনে আছর করেছে বলে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয় ভন্ড কবিরাজ। এক পর্যায়ে চিকিৎসা দেবার নাম করে জলন্ত মোমবাতির উপরে ফাতেমার হাত দুটি চেপে রাখে ভন্ড কবিরাজ। এতে ওই কিশোরীর হাত দুটি ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে কিশোরীর হাত ঝলসে যাওয়ায় ভন্ড কবিরাজ তার বোনকে নিয়ে পালিয়ে যায়।