বাহুবল প্রতিনিধি : বাহুবলে হারুন মিয়া (২৮) নামক কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত মনফর উল্লার পুত্র। কামাইছড়া ফাঁড়ির এএসআই আব্দুল কাদির জিলানীর নেতৃত্বে একদল পুলিশ শনিবার বিকাল ৪টায় উপজেলার মিরপুর বাজার থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একাধিক চুরি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর মোঃ মাজহারুল হক বলেন, কুখ্যাত চোর হারুন মিয়াকে দীর্ঘদিন ধরে খোজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ (গতকাল) মিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (আজ) তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।