সামিউল ইসলাম, বাহুবল থেকে : বাহুবলে মাইক্রোবাস ভর্তি কারেন্ট জাল আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাইক্রোবাস চালক ও হেলপারকে অর্থদন্ড এবং আটককৃত কারেন্ট জাল পুড়ে ফেলেছে মোবাইল কোর্ট। ঘটনাটি ঘটেছে শনিবার (২২ জুলাই) দুপুরে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার ভৈরবীকোণা গ্রামের কাছে একটি মাইক্রোবাসের (ঢাকা-মেট্রো চ ১১-৪৪৪১) চাকা পামচার হয়। এ সময় চালক ও হেলপারের রহস্যজনক আচরণে সন্ধেহ হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
তাৎক্ষনিক বাহুবল মডেল থানার সাব-ইন্সপেক্টর মোঃ জহিরুল ইসলাম ও মোজাম্মেল হকের যৌথ নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস তল্লাসী করে তাতে ১১ বস্তা (প্রায় ৫শ’ কেজি) নতুন কারেন্ট জাল উদ্ধার করে। এ সময় মুন্সিগঞ্জ সদরের পাচঘুয়াকান্দি গ্রামের সেলিম মিয়ার পুত্র মাইক্রোবাস চালক রাজন মিয়া (৩০) ও মুন্সিগঞ্জ সদরের বাঘবাড়ি গ্রামের মহিউদ্দিনের পুত্র হেলপার আলমগীরকে (৩২) আটক করে পুলিশ।
এদিকে, শনিবার দুপুরে আটককৃত চালক ও হেলপারকে বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদালতে হাজির করা হয়। বিচারক মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ এর ৪ ধারায় চালক ও হেলপারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় মোবাইল কোর্টের নির্দেশে পুলিশ আটককৃত কারেন্টজাল পুড়িয়ে দেয়।