হবিগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীর মাধ্যমে হবিগঞ্জে আড়াইশ’ শয্যার হাসপাতাল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ এবং শায়েস্তাগঞ্জ ও লাখাইয়ে আওয়ামী লীগের জনসভা সর্বস্তরের জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণে সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় হবিগঞ্জবাসীর প্রতি ধন্যবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
শনিবার (২২ জুলাই) বেলা ১২টায় সংসদ সদস্যের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় তিনি বলেন, হবিগঞ্জের জনগণ বুঝিয়ে দিয়েছেন তারা শেখ হাসিনার সরকারের উন্নয়ন কাজে সন্তুষ্ট।
সংসদ সদস্য আরো বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের প্রত্যাশার চেয়েও বেশি কাজ করতে বিশ্বাসী এবং করে দেখিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালটিকে ৫শ’ শয্যায় উন্নীত করার আশ্বাস এবং হবিগঞ্জে ১০০ কোটি টাকা ব্যয়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি করে দেবেন বলেও জানিয়েছেন। তাই তিনি হবিগঞ্জবাসীর পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এমপি আবু জাহির আরো বলেন, হবিগঞ্জের মেডিকেল কলেজকে ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ’ নামে নামককরণ করার দাবি জানিয়েছি আমরা। স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন ও পাঠানো হয়েছে।
এছাড়াও হবিগঞ্জবাসীরও মতামত নেয়া হয়েছেন। তারাও চাইছেন বঙ্গবন্ধু কন্যার নামেই মেডিকেল কলেজটির নামককরণ করা হোক।
এ সময় তিনি অনুষ্ঠানগুলোর সংবাদ সুন্দরভাবে পরিবেশন করায় প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি ধন্যবাদ জানান এবং হবিগঞ্জের উন্নয়ন কর্মকান্ড জাতির সামনে তুলে ধরার আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক রথীন্দ্র চন্দ্র দেব, হবিগঞ্জ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ আবু সুফিয়ান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবিনা আশরাফি লিপিসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান, স্বদেশ বার্তা সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন, চ্যানেল আই’র হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোঃ ফরিয়াদ, আরটিভি’র হবিগঞ্জ প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, সিনিয়র সাংবাদিক সেলিম আজাদ, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম, দৈনিক হবিগঞ্জের আয়না সম্পাদক রাশেদ আহমদ খান, দৈনিক সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, যমুনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, দেশটিভির হবিগঞ্জ প্রতিনিধি শ্রীকান্ত গোপ, জি টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন, ফয়সল চৌধুরী, ছানু মিয়া, সজলু মিয়া প্রমুখ।