বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গে রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা সদরের চতুরঙ্গ রায়েরপাড়া গ্রামে এ সংর্ঘের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলা সদরের চতুরঙ্গ রায়েরপাড়ার আদম আলী ও মন্নানের মধ্যে কথাকাটাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে ২০ জন আহত হয়।
সংঘর্ষে গুরুতর আহত মন্নান (৪০) হান্নান (৩৭) আদম আলী (৩০) আক্তার মিয়া (১৬), ফুলবানু (৬০) ফাতেমা (৪৫) কে বানিয়াচং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।