নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামে একরাতে দুই গৃহস্থের ৮টি গরু চুরি করে নিয়ে গেছে একদল চোর।
গভীর রাতে সংঘবদ্ধ চুরের দল ঘরের দরজা ভেঙ্গে গরু গুলি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চুরি আতংক বিরাজ করছে।
জানাযায়, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পিটুয়া গ্রামের বাদশা মিয়ার গরু ঘরের দরজা ভেঙ্গে ৫ টি গরু ও সিরাজ মিয়া ঘোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে হালের বলদসহ ৩টি গরু নিয়ে যায়।
এ ঘটনায় অত্র এলাকায় আতংক বিরাজ করছে। গরুর মালিক সিরাজ মিয়া জানান, আমার সকল গরু চুরি করে নিয়ে গেছে। এখন হাল চাষ করার মত একটি গরুও অবশিষ্ট রইল না।