শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে স্বাস্থ্যমন্ত্রীর সভাস্থল প্রস্তুত করা হয়েছে।
আজ বিকাল ৫ টায় রেলওয়ে পার্কিংয়ে পৌরমঞ্চে জনসভা শুরু হবে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
স্বাগত বক্তব্য রাখবেন- সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
সভাপতিত্ব করবেন- পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র মোঃ ছালেক মিয়া।
সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ রেল পার্কিং ঘুরে দেখা যায়, স্বাস্থ্যমন্ত্রীর সভাস্থলে সকল আয়োজন শেষ। অপেক্ষা কেবল জনসভা ও স্বাস্থ্যমন্ত্রীর আগমন।
সভামঞ্চের চতুরদিকে মন্ত্রীকে স্বাগত জানিয়ে ব্যানার-ফ্যাস্টুনে লাগানো হয়েছে।
তোড়নগুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের ছবি শোভা পাচ্ছে।
শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুক বলেন, স্বাস্থ্যমন্ত্রীর কাছে শায়েস্তাগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী থানাকে উপজেলায় রূপান্তর করা এবং একটি হাসপাতা নির্মাণের জন্য দাবী করা হবে ।