মতিউর রহমান মুন্না,নবীঞ্জ থেকেঃ নবীগঞ্জ-শেরপুর রোড হইতে ফুটারমাটি গ্রামের পাঁকা রাস্তা উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আনুষ্টানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস ̈ জাতীয় পার্টির কেন্দধীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। এ সময় অন ̈ানের মধে ̈ উপি ̄’ত ছিলেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস ̈ সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাপা নেতা খলিলুর রহমান দুদু, মুনসেফ আলম, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, যুগ্ম সম্পাদক নাসির চৌধুরী, জাতীয় ছাত্রসমাজের কেন্দধীয় কমিটির সদস ̈ এম এ মতিন চৌধুরী, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী কামাল আহমদ মোল্লা, ঠিকাদার প্রাণেশ দাশ, ছাত্রনেতা আব্দুল মালিক খান প্রমুখ।