ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ।। হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বহু অপকর্মের হোতা হুমায়ুন ওরফে রোকন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে বানিয়াচং থানার এএসআই প্রদীপ কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের নতুনবাজার সুন্দরবন হোটেলের সামননে থেকে তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী রোকন উপজেলা সদরের ৪নং ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার সুবল মিয়ার পুত্র।পুলিশ সূত্রে জানা যায়,এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলায় তার নাম থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে ।
এ সময় তার কাছ থেকে একটি ধাঁরালো ছুরি উদ্ধারকরেছে পুলিশএলাকাবাসীর অভিযোগ,আটক রোকনের বিরুদ্ধে আলোচিত দেহপসারিণী পুতুলের বোনের ছেলে রোকন।সে অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বহু অপকর্মের সাথে জড়িত ।এ ব্যাপারে এএসআই প্রদীপ কুমার আটকের সত্যতা স্বীকার করেছেন ।