নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বহুল প্রত্যাশিত নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্ভোধন হচ্ছে আগামীকাল।
হবিগঞ্জ সদর হাসপাতালটির শুভ উদ্ভোধন করবেন স্বাস্থ্য মন্ত্রী মো: নাছিম এমপি। উদ্ভোধন শেষে তিনি বিকাল ৪ টায় শায়েস্তাগঞ্জের রেল পার্কিং মাঠে একটি জনসভায় যোগদান করবেন।
এদিকে স্বাস্থ্য মন্ত্রীর আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চলতা দেখা গেছে। ব্যানার আর পেস্টুনে ছেয়ে গেছে শায়েস্তাগঞ্জ পৌরসভা। মন্ত্রীর আগমন উপলক্ষে দেখা গেছে পৌরসভার পক্ষ থেকে রাস্তাঘাট পরিস্কার পরিছন্ন করা হচ্ছে।
এ ব্যাপারে মুঠো ফোনে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ ইকবালের সাথে কথা বললে, তিনি জানান,শায়েস্তাগঞ্জে একটি হাসপাতাল নেই, শায়েস্তাগঞ্জে একটি হাসপাতাল নির্মাণ করা হলে দক্ষিণ হবিগঞ্জের মানুষসহ শায়েস্তাগঞ্জবাসীর অনেক উপকার হবে।
এজন্য শায়েস্তাগঞ্জবাসী মন্ত্রী মহোদয়ের কাছে হাসপাতাল নির্মাণের জন্য দাবি জানাবেন। মন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে রয়েছে কড়া নিরাপত্তা। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, গোয়েন্দা ত্যপরতা অব্যাহত রয়েছে, ডিএসবির কয়েকটি টিম কাজ করছে, শায়েস্তাগঞ্জ থানা থেকেও রয়েছে টহল। সবমিলিয়ে প্রশাসনের কঠোর নিরাপত্তা রয়েছে।