চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার আাহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের রাস্তা কেটে ফেলায় এলাকাবাসী ইউএনও নিকট অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী । মঙ্গলবার সকাল ১১টায় অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা। সাথে উপস্থিত ছিলেন, আহম্মদাবাদ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ ও এলাকার বেশ কয়েকজন গন্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেরারোক গ্রামের মৃতঃ মরম আলী জমাদারের মেয়ে মিনারা খাতুন (৪০) এর বিরুদ্ধে কোদাল দিয়ে সরকারি রাস্তা কেটে যান চলাচল বন্ধ করে দেন। ফলে এলাকাবাসীরর যাতায়ত বিঘ্ন ঘটে। এলাকার সাধারণ মানুষ ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গত দুমাস আগে গেরারুক-জারুলিয়া সরকারি রাস্তাটি কোদাল দিয়ে কেটে সম্পুর্ণ যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে ভোগান্তিতে ফেলে আশপাশের ছাত্র-ছাত্রী সহ প্রায় তিন হাজার জনসাধারণকে। এ নিয়ে একাধিক বার এলাকার চেয়ারম্যান-মেম্বার ও গন্যমান্যরা শালিশ বৈঠকের মাধ্যমে ওই মহিলার কাছে রাস্তাটাকে পূণসংস্কার করার সুযোগ চাইলেও তার অকথ্য-অশালীন ভাষা ও কাটা রাস্তাটি মেরামত করা হলে আরো বেশি কাটা হবে ছাড়া আর কিছু না পেয়ে তারা এলাকাবাসীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। বাধ্য হয়ে এলাকাবাসীর পক্ষে বাদী হয়ে গেরারুক গ্রামের আলহাজ্ব আঃ রশিদের পুত্র মোঃ শফিকুল ইসলাম গত ৫ জুলাই চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ জানান, তিন হাজার লোকের দুর্ভোগ কমাতে আমি আমার আমলে দুই বারে সতের টন গম ব্যয়ে রাস্তাটিকে বড় করে যানচলাচলের উপযোগী করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা করি। তখন সবাই আমাকে সহযোগীতা করে। আমি ইউনিয়ন পরিষদের এ রাস্তাটি কেটে দীর্ঘ দুই মাস ধরে স্বাভাবিক চলাচলের বিঘ্ন ঘটানোকারী মহিলার এহেন কর্মের বিচার চাই । এবং এলাকার মুরুব্বিয়ানদের প্রতি তার অকথ্য গালিগালাজের তীব্র নিন্দা জানাই।
বর্তমান চেয়ারম্যান সনজু চৌধুরী বলেন, এটা ইউনিয়ন পরিষদের রাস্তা। এটা ব্যবহার করতে পারবে সবাই। কিন্তু কেউ তা কাটা কিংবা এর অন্য কোন ক্ষতি করতে পারবে না। ওই মহিলার ভাষা-ব্যবহার খারাপ তাই আইনের মাধ্যম ছাড়া তাকে আর কোন উপায়ে ক্ষান্ত করা সম্ভব হচ্ছে না।