নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর-গালিমপুর মোহাম্মদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা এবারের জুনিয়র সাটিফিকেট পরীক্ষায় সিলেট বিভাগের মধ্যে ৭ম স্থান অধিকার করেছে। এরমধ্যে ৬টি এ প্লাস, ২৫টি এ গ্রেড, এ- ৭টি, বি ৩টি ও সি-তে ১টিসহ শত ভাগ পাশের গৌরব অর্জন করেছে। ফলে জুনিয়র সাটিফিকেট পরীক্ষায় বিভাগের মধ্যে ৭ম স্থান অর্জন করেছে। উক্ত মাদ্রাসার এ সফলতায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মোঃ মারুফ আহমদ, নুরুল আমীন, রেসমা বেগম, তাজরিনা বেগম, তানিয়া বেগম ও রিপা বেগম। তারা এই সফলতার জন্য শিক্ষক মন্ডলীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।