ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক পৃথকস্থানে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে এঘটনায় আহত হয়েছেন ৩ জন ।
রোববার (১৬ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার ও মানিকপুর এলাকায় এই পৃথক দুটি দূর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি জসিম উদ্দিন জানান, বিকেল সোয়া ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় দুটি প্রাইভেট মাইক্রো কারের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত একজন নিহত ও অপর তিনজন আহত হন।
অপর দিকে রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মানিকপুর এলাকায় কিশোরগঞ্জ থেকে সিলেটগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এসময় তাহরিমুল ইসলাম (৩০) নামে এক পাখি বিক্রেতা নিহত হন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার তারাকান্দি গ্রামের জহুর আলীর ছেলে।