নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জের বিক্ষোভ সমাবেশে করেছে ২০ দলীয় জোট। গতকাল বৃহস্পতিবার বিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে নিম্বর টাউয়ারের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু। পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, পৌর জামায়াতের আমীর সাইদুল হক চৌধুরী সাদিক, আব্দুল মুকিত পাঠান, ছায়েদ আহমদ, হাফিজুর রহমান চৌধুরী, পিন্টু পুরকায়স্থ, এমদাদুর রহমান লেবু, আব্দুস শহীদ, জাকিরুল ইসলাম, অলিউর রহমান অলি,মুজাহিদুল ইসলাম, জিয়াউর ইসলাম জিয়া, শাহ রুহেল, আকবর আলী, শাহীন তালুকদার, শেখ শিপন প্রমূখ। বক্তাগণ বলেন, দেশে বর্তমানে একদলীয় শাসন চলছে। বিরোধী জোটের শান্তিপূর্ণ আন্দোলনকে বানচাল করার জন্য অবৈধ এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে যে দৃষ্টতা দেখিয়ে তার পরিনতি শুভ হবে না। নেতৃবৃন্দ বেগম জিয়াকে গ্রেফতার করলে স্বেচ্ছায় কারাবরণসহ নবীগঞ্জ অচল করার হুমকী দেন।