কোমলমতি ছাত্ররা সমাজের বিত্ত্ববান, জনপ্রতিনিধি ও প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল অবহেলিত এ জনপদগুলোর সংস্কার করতে অনেক বড় কোন উদ্দ্যোগের প্রয়োজন পরে না। একটু আন্তরিক মনোভাব থাকলেই এর বাস্তবায়ন করা সম্ভব। গতকাল শনিবার বাহুবলের পশ্চিম ভাদেশ্বর গ্রামে প্রবেশের প্রধান রাস্তাটির বেহা দশা থেকে মুক্তি পেতে বিদ্যালয়গামী ছাত্ররা স্ব-উদ্দ্যোগে সংস্কার করার মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য। প্রতিবেদন তৈরি করেছেন সাংবাদিক মনিরুল ইসলাম শামিম।