নিজস্ব প্রতিনিধি : ২৫ তম বিসিএস প্রশাসন ফোরামের আহবায়ক কমিটিতে সর্বসম্মতিক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হবিগঞ্জের কৃতি সন্তান আজিজুল ইসলাম শামীম কে সদস্য সচিব করা হয়েছে।
শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ২৫ তম ব্যাচের ঈদ পূণর্মিলনী ও সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। ১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব কামরুল আহসান তালুকদার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারি সচিব আবু নাসের ভুইয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মুহাম্মদ আলী প্রিন্স, অর্থ বিভাগের সিনিয়র সহকারি সচিব ফিজনুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব এস এম রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসাইনম্যান্ড অফিসার আব্দুল্লাহ আল খায়রুম, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আব্দুল কাদের, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক হাসান মোর্তাজা মাসুম, ও রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের সিনিয়র সহকারি সচিব দিলওয়ারা আলো। নতুন কমিটিকে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার ও বিভিন্ন ব্যাচ, বিসিএস ফোরাম ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।