ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া ইছালিয়া ব্রিজ সংলগ্ন এলাকা ও আজাদ বাজারে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেছেন চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী এমপি।
শনিবার সকাল ১১টায় গাজীপুর ইউনিয়নের আজাদ বাজারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবু তাহের, উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলাম, পল্লী বিদ্যুত চুনারুঘাট জোনাল অফিসের ডিজিএম কাজী মোঃ শওকাতুল আলম, এমপি এড. মাহবুব আলীর ব্যক্তিগত সহকারী মোছাব্বির হোসেন বেলাল, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহালদার, উপজেলা যুবলীগ নেতা আকবর আলী মেম্বার, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, এড. শাহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুয়েব চৌধুরী, মোস্তাফিজুর রহমান রিপন, দুবাই প্রবাসী হারুনুর রশীদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল।
এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ইউপি মেম্বার নির্মল, গাজীপুর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী জহিরুল ইসলাম উস্তার, জেলা তরুণলীগ নেতা আহম্মদ আলী সহ উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী আব্দুল মালেক মাষ্টার। সভাশেষে প্রধান অতিথি এমপি এড. মাহবুব আলী সুইচ টিপে জারুলিয়া ইছালিয়া ব্রিজ সংলগ্ন এলাকা ও আজাদ বাজারে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন।