এস আর রুবেল মিয়া, চুনারুঘাট থেকে: বগুড়ার আলোচিত এক ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনার অন্যতম আসামী আশিস দেব বর্মাকে(৩২) গ্রেফতার করেছে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপড়া পল্লী থেকে আশিসকে গ্রেফতার করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমুল্য কুমার চৌধুরী জানান, ২০০৩ সালে বগুড়ার কাহালু থানায় আনারস বোঝাই একটি ট্রাক থেকে প্রায় ৪০হাজার অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। ওই ট্রাকের চালক ছিলেন আশিস বর্মা। অস্ত্র উদ্ধারের ঘটনায় কাহালু থানায় মামলা হয়।
পরে পলাতক আশিসের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।
দুপুর ২টায় হবিগঞ্জের পুলিশ সুপার সুপার জয়দেব কুমার ভদ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপড়া পল্লীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
তিনিও আরও বলেন, বগুড়া জেলার কাহালু থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের ২টি মামলার অন্যতম আসামী আশিস।
সাংবাদিক সম্মেলন শেষে আশিসকে হবিগঞ্জ আদালতে নেয়া হয়েছে।