এম এস জিলানী আখনজী,চুনারুঘাট প্রতিনিধি : আগামী ২৭ ফেব্রুয়ারী রোজ শুক্রবার অনুষ্টিত হতে যাচ্ছে চুনারুঘাট আমুরোডের পীরে তরীক্বত মুর্শিদুনা হযরতুল আল্লামা শাহ্ শামছুদ্দিন আখনজী (রঃ) এর ৩৮ তম ঐতিহাসিক ওরশ মোবারক। মাওলানা ওমর ফারুক চৌধুরী ও শাহ্ শাহীদ উদ্দিন আখনজীর যৌত পরিচালনায় অনুষ্টান শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন পীরজাদা আলহাজ্ব মাওলানা শাহ্ জালাল আহমদ আখনজী, গদীনশীন, আখনজী দরবার শরীফ, আমুরোড,চুনারুঘাট। উক্ত ওরশ মোবারকে প্রধান অতিথি হিসেবে ওয়াজ ফরমাইবেন মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, হেড অব রিলিজিয়াস এন্ড চ্যারিটি ডিপার্টমেন্ট, চ্যানেল আই, ইউ.কে। প্রধান আকর্ষণঃ মাওলানা গাজী এম এ মান্নান জেহাদী, চাদঁপুর। বিশেষ মেহমানঃ জনাব পীর আলী নুরুল্লাহ শাহ, মৌলভীবাজার। সৈয়দ মফচ্ছিল আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। জনাব আবু তাহের, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চুনারুঘাট। আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাআত, চুনারুঘাট। আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, চেয়ারম্যান, ২নং আহম্মদাবাদ ইউ,পি। বিশেষ অতিথিঃ মাওলানা হারুনুর রশীদ রেজভী, ভৈরব। বিশেষ অতিথিঃ মাওলানা মুফতি আবু জাফর রেদওয়ানী, অধ্যক্ষ, জামেয়া মঈনিয়া ইসলামিয়া কেরানীগঞ্জ, ঢাকা। প্রধান বক্তাঃ মাওলানা আবু সাফওয়ান আশরাফুল ওয়াদুদ, হবিগঞ্জ। বিশেষ বক্তাঃ মাওলানা নাছির উদ্দিন আখনজী, আখনজী দরবার শরীফ। বিশেষ বক্তাঃ মাওলানা হাফিজ আহমদ (নিজামী) শাফি, প্রভাষক, কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। নাত পরিবেশন করবেনঃ হাফিজ ক্বারী জাহির হোসেন, চ্যানেল আই, ইউ.কে। নিউজ কাবারিজ দিবেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব সাংবাদিক নুরুল আমিন, সভাপতি, রিপোটার্স ইউনিটি, চুনারুঘাট। এছাড়া ও দেশ-বিদেশের প্রখ্যাত সুন্নী উলামায়ে কেরাম, পীর মাশায়েখ ও সুধীবৃন্দ উপস্থিত থাকবেন। এতে আপনারা আমন্ত্রীত।