নিজস্ব প্রতিনিধি :শায়েস্তাগঞ্জের অলিপুরে মিতালী পরিবহন ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় সিএনজি অটোরিক্সা চালক ফজলুর রহমানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পারিবারিক সূত্র জানায়, চুনারুঘাট সদর ইউনিয়নের গোলগাঁও গ্রামের নুর আলীর পুত্র সিএনজি অটোরিক্সা চালক ফজলুর রহমান গতকাল বিকেল ৩টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে ৪ যাত্রী নিয়ে মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে অলিপুর এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিকে আসা ঢাকা থেকে সিলেটগামী মিতালী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সা চালক ফজলুর রহমানসহ ৩ যাত্রী আহত হয়।