নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন, উপজেলা জাসদের সভাপতি আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতিক), উপজেলা জাপা সভাপতি ডাঃ আবুল খয়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক,পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, জাবেদ আলী, আশিক মিয়া, সত্যজিৎ দাশ, আবু সাঈদ এওলা, বজলুর রশিদ, ছাইম উদ্দিন, নজরুল ইসলাম, আবু সিদ্দিক, সাজু আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আওয়াল, মহিলা আওয়ামীলীগ নেত্রী সইফা রহমান কাকলী প্রমূখ।
সভায় নবীগঞ্জের কানাইপুর গ্রামে একটি হত্যাকান্ডকে কেন্দ্র করে বারিক বাহিনীর কর্তৃক গ্রামে আসামীদের বাড়িঘরসহ নিরীহ লোকদের উপর হামলা, লুটতরাজসহ বিভিন্ন অপকর্ম বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া, উপজেলার বিভিন্ন হাট বাজারে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, খুন, অপহরন, মিথ্যা মামলা প্রবণতাসহ যে কোন অপরাধ ও অপরাধ প্রবণতা হ্রাস করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।
এছাড়া নবীগঞ্জ শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা এবং উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। উপজেলার কালিয়ারভাঙ্গা, দিনারপুরসহ বিভিন্ন এলাকায় মদ, গাজাঁ, জুয়া কঠোর হস্তে দমনের জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়। এছাড়াও নবীগঞ্জ- রুদ্রগাম সড়কের সিএনজি অটোরিকশা শ্রমিকদের বিরোধ নিরসনের সিদ্ধান্ত গৃহিত হয়।