মনিরুল ইসলাম শামিম ॥ বাহুবল মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ মাজহারুল হক।
রোববার (৯ জুন) বিকালে ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব-এর কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
ওসি মোঃ মাজহারুল ইসলাম সর্বশেষ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানায় ওসির দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৮ সালে সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০০৭ সনে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন।
তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পেড়াকান্দি গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
চৌকস এই পুলিশ কর্মকর্তা বাহুবল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবকি রাখতে সংবাদর্কমীসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন।
নবাগত ওসি মোঃ মাজহারুল হক বলেন, হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের নেতৃত্বে বাহুবল মডেল থানা থেকে মাদকসেবন, গান-বাজনাসহ নানা অপরাধমূলক কর্মকান্ড উৎখাত করতে তিনি নিরলস ভাবে কাজ করে যাবেন।