বদরুল আলম চৌধুরীঃ মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাধুহাটি গ্রামের ওমান প্রবাসী কয়েছ মিয়ার শিশু ছেলে কামরান হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিশাল মানববন্ধন করে এলাকাবাসী।
৯ জুলাই, ২০১৭ রোববার,সকালে সরকার বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মশিউর রহমান নয়নের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ২নং মনুমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক সেফুল ।
এ সময় মানববন্ধনে উপস্থিত বক্তব্য রাখেন: উদয়ন কেজি স্কুলের প্রতিষ্ঠাতা আবুল বাশার, সাবেক মেম্বার আব্দুল আহাদ, সাবেক মেম্বার নজরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব মোহাম্মদ শাহাদত মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বায়াত উল্লাহ,বিশিষ্ট ব্যবসায়ী বশির মিয়া,সানুমুন কেজি স্কুলের প্রধান শিক্ষক জুয়েল রানা,স্কলার্স কেজি এন্ড হাইস্কুলের প্রতিষ্টাতা মুজিবুর রহমান,রমিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলিছুর রহমান,২নং ওয়ার্ডের মেম্বার শাহিন আহমেদ, ৩নং ওয়ার্ডের মেম্বার আমির মিয়া, ৪নং ওয়ার্ডের শাহ্ মামুন পারভেজ মহসিন, কুয়েত প্রবাসী আবু সাদ কুতুব্বুদ্দিন, বাউরভাগ গ্রামের বিশিষ্ট মুরব্বী ও সাবেক মেম্বার গাজী মানিক মিয়া,দুলাল মিয়া, গাজী আবেদ,মোহাম্মদ রুবেল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু কামরানের খুনীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান,এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পাদনের জন্য প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করেছেন।মানববন্ধনে শিশু কামরানের দাদী ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন তারা খুনী আল আমীন,জনি,ও রবির ফাঁসি দাবি করেন।
উক্ত মানববন্ধনে প্রতিটি ইউনিয়নে প্রায় হাজারওঅধীক মানুষ অংশ গ্রহণ করে এছাড়া কামরানের বিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রী ও শিক্ষাবৃন্দরা অংশ নেন।তাদের একটাই দাবী শিশু কামরানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী।
উল্লেখ্য : অপহরণের ৫ দিন পর (২ জুলাই) সাধুহাটি গ্রামে দিবাগত রাতে শিশু কামরানের পিতার চাচা মৃত ছখাওয়াত মিয়ার ছেলে আল-আমিন এর ঘরের বিছানার নিচের মাটি খুড়ে কামরানের মৃত দেহ উদ্ধার করে পুলিশ ।