নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ২ কেজি গাঁজাসহ ফয়েজ আহমেদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে- গত শনিবার গভীর রাতে নবীগঞ্জ-কাজিগঞ্জ বাজার সড়কের বেগমপুর (রউয়ারকাড়া) ব্রীজ সংলগ্ন স্থান থেকে থাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফয়েজ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের মাদকসহ কয়েকবার পুলিশের নিকট আটক মৃত আরজু মিয়ার দ্বিতীয় পুত্র।
উল্লেখিত পরিমান গ্াঁজাসহ সিএনজি যোগে যাওয়ার পথে পুলিশ ফয়েজকে গ্রেফতার করে। পুলিশ আরো জানায় ওই রাতে সড়কে পুলিশ টহলরত থাকা অবস্থায় গোপন সুত্রে জানতে পারেন, ফয়েজ পলিথিন ব্যাগে করে ২ কেজি গাঁজাসহ সিএনজি যোগে ওই সড়ক দিয়ে যাচ্ছে।
এমনকি তাকে আটক করার জন্য রাস্তায় ওৎ পেতে থাকে পুলিশ। এক পর্যায়ে গাড়ীটি যাওয়ার পথে এসআই আবুল খায়ের ও এএসআই জয়ন্ত তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ আটক করে তল্লাশী কালে ফয়েজ আহমদ এর স্বীকারোক্তি মতে ২ কেজি গাঁজা উদ্ধার এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। গতকাল রবিবার দুপুরে তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করেছে।