নিজস্ব প্রতিনিধি : এএফসি কাপের বাছাইপর্বে অংশগ্রহন করতে অনুর্ধ্ব ২৩ জাতীয় দলে ডাক পেয়েছেন হবিগঞ্জের উদীয়মান খেলোয়ার সোহেল মিয়া।
সে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের সাবেক মেম্বার আব্দুল মন্নান অরপে মন্নাফ এর ছেলে এবং সাবেক মেম্বার সুমন মিয়ার ছোট ভাই।
এএফসি কাপে অংশ গ্রহন করতে কাল রবিবার (৯ জুলাই) নেপালের উদ্দেশ্যে রওনা দিবে অনুর্ধ্ব জাতীয় ২৩ দল। সেখানে নেপালের সাথে বাংলাদেশের খেলোয়ারা প্রস্তুতিমুলক ম্যাচে অংশ গ্রহন করবেন।
বাংলাদেশের জাতীয় দলের খেলোয়ারদের মধ্যে সোহেল মিয়া অন্যতম আক্রমন ভাগের খেলোয়ার হিসেবে রয়েছেন। ইতিমধ্যে সোহেলসহ জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াররা অস্টেলিয়ান কোচ অর্ড এর নেতৃত্বে দুই সপ্তাহের বিশেষ ট্রেনিং নিয়েছেন।
আগমী ১৯ জুলাই থেকে ফিলিস্তিনে শুরু হবে এএফসি অনুর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিকরাহ,জর্ডান ও তাজিকিস্তানের সতো দলগুলো।
সোহেল এএফসি কাপসহ নেপালে প্রস্তুতিমুলক ম্যাচে ভাল খেলার প্রত্যয়ের জন্য হবিগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন।