হবিগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ অপেক্ষার পর বিদ্যুতের আলোয় আলোকিত হলো লাখাই উপজেলার করাব ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল হোসেনপুর গ্রামবাসী। সুইচ টিপে উদ্বোধনের সাথে সাথে উল্লাসে ফেটে পড়েন ওই গ্রামের মানুষ। অনেকেই অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমাদের গ্রামটি বিদ্যুতায়নের আওতায় আসবে, এটা আমাদের চিন্তায়ও ছিল না’।
কিন্তু হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির আমাদের গ্রামের স্কুলের উন্নয়ন, রাস্তা নির্মাণসহ মসজিদের উন্নয়ন করেছেন। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর এনে দিলেন বিদ্যুৎ সংযোগ। তারা আবু জাহির এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলমত নির্বিশেষে আবারো তাকে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শনিবার (৮ জুলাই) বিকালে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসাবে সুইচ টিপে বিদ্যুতায়নের উদ্বোধন করেন আবু জাহির এমপি।
এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় এসেছে বলেই দেশে আজ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আবু জাহির এমপি আরো বলেন, হত্যাকারীরা মানুষ হতে পারে না। বিএনপি-জামায়াত বোমাবাজির মাধ্যমে মানুষ হত্যা করে উন্নয়ন কর্মকান্ডকে থামিয়ে রাখতে চায়। কিন্তু আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। তাই জনগণও আওয়ামী লীগ সরকারকে বারাবার ক্ষমতায় দেখতে চায়।
করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোছাইন।
এছাড়াও বক্তব্য রাখেন বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনু, লাখাই উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এমএ মতিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাইল আহমদ, ৫নং করাব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কদ্দুছ মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট খোকন গোপ, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, করাব ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মেহেদী হাসান দুলাল, ১নং ওয়ার্ড মেম্বার তাজুল ইসলাম, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজদু মিয়া, হোসেনপুর গ্রামের মুরুব্বী আব্দুর রহমান সমুজ, জমির হোসেন, সবুজ মিয়া, হাফেজ আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগ নেতা এম শাহাম্মদ আলী শান্ত।
উল্লেখ্য, ২.৬৭১ কিলোমিটার বিদ্যুত লাইন স্থাপনের মাধ্যমে ৩৭ লাখ ৩৯ হাজার ৪শ’ টাকা ব্যয়ে ১০২টি পরিবারে এ বিদ্যুত সংযোগ প্রদান করে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।