নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে স্কুল শিক্ষিকার সাথে যৌন হয়রানির অভিযোগে সাফি মিয়া (৪০) নামে এক বখাটের ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (৮ জুলাই) দুপুরে সদর ইউনিয়নের কানাইপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার কানাইপুর গ্রামের হেসমত উল্লাহর পুত্র বখাটে সাফি প্রায় দিনই একই গ্রামের আনন্দ স্কুলের শিক্ষিকাকে বিভিন্ন ভাবে উত্তাক্ত করে আসছিল।
শনিবার দুপুরের দিকে ওই শিক্ষিকাকে স্কুলের ভেতরে সুযোগ বুজে যৌন হয়রানি করে। এ সময় ওই শিক্ষিকার চিৎকারে আশপাশের লোকজন এসে বখাটে সাফিকে আটক করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতের বিচারক জিতেন্দ্র কুমার নাথে‘র আদালতে হাজির করা হলে আদালত সমস্ত স্বাক্ষী প্রমানের ভিত্তিতে বখাটে সাফিকে ২বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।