ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্ট এর স্থানীয়দের বিভিন্ন সমস্যার নিয়ে শুক্রবার দুপুরে স্থানীয় আউশকান্দি ইউনিয়ন কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় জনগন, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও পিডিবির লোকজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুিিষ্টত হয়েছে ।
এতে এলাকার বাসীর দাবির ও সমস্যার ভিত্তিতে পিডিবির লোকদের সাথে এক সমঝোতা হয়েছে । সব দিক মিলিয়ে ওই বিবিয়ানা বিদ্যূৎ পাওয়ার প্লান্ট এলাকা ও তার আশ- পাশের লোকজনদের বিগত দিনের বিভিন্ন দাবির প্রেক্ষিতে পিডিবির লোকজনদের সাথে শর্ত সাপেক্ষে এলাকার আন্দোলনকারীরা আপাতত তাদের আন্দোলন স্থগিত করবেন বলে আশ্বাস প্রদান করেন।
সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আলমঙ্গীর হোসেন চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মুহিবুর রহমান হারুন । ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, ইউপি সদস্য মোঃ শাহেল মিয়া, মোঃ দুলাল আহমেদ, মোঃ খালেদ আহমেদ জজ , ইকবাল আহমেদ, সাবেক ইউপি সদস্য মোঃ সুজন মিয়া , ইউপি সদস্য উস্তার মিয়া, পিডিবির পক্ষে ছিলেন নির্বাহি প্রকেীশলী সজল, উপ- প্রকল্প পরিচালক বিদু ভুষন শাহা, সাইদুর রহমান, জুনায়েদ রুশনিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।