চুনারুঘাট প্রতিনিধিঃ চেয়ারম্যান মেম্বারদের দ্বারেদ্বারে ঘুরে কোন প্রকার সুফল না পেয়ে গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তায় মাটি ভরাট করছে লোকজন।
শুক্রবার চুনারুঘাট উপজেলার সিমান্তবর্তী ইউনিয়ন গাজীপুরের ছনখলা- জারুলিয়া রাস্তায় স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করেন ৫ গ্রামের ভুক্তভোগী মানুষ।
জানাযায়, উপজেলার ছনখলা,কোনাগাও, বড়জুম, কাঠুয়ামারা ও নতুনবাজার এলাকায় দীর্ঘদিন যাবৎ উন্নয়ের ছোয়া লাগেনি।
নির্বাচন আসলে প্রার্থীরা বুকভরা আশানিয়ে মুখভরে উন্নয়ের বুলি ছুড়েন।কিন্তু নির্বাচন চলে গেলে তাদের কথা বেমালুম ভুলে যান।রাস্তাঘাট সেই আগের মতই রয়েছে।
চুনারুঘাট দক্ষিনাঞ্চলের সবজির চাহিদা মিটায় ওই এলাকাবাসী।তারা সরকারের কাছে তাদের দুর্দশা লাঘবে সহযোগীতা কামনা করেন।