বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৩ জুয়ারিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার (৪ জুন) রাত আড়াইটায় উপজেলার নতুন বাজার থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে আজ ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাদের এ সাজা প্রদান করা হয়। আটককৃতরা হল পূর্ব জয়পুর গ্রামের মৃত অতুল দেবের পুত্র আশুতোষ দেব (৩৫), একই গ্রামের মৃত দিলা মিয়ার পুত্র ফটিক মিয়া (২৮) ও কান্দিগাঁও গ্রামের মোঃ নূরুজ্জামানের পুত্র মোঃ হাছন মিয়া (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিৎ দেব ও কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই রুপু করের নেতৃত্বে উপজেলার নতুন বাজার নামক স্থান থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
এব্যাপারে ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিৎ দেব বলেন, আমার নেতৃত্বে উল্লেখিত জুয়ারিদের জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এবং আটকৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করে সাজা প্রদান শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।