মোঃ রহমত আলী, হবিগঞ্জ : মাত্র ১ হাজার টাকা রাজস্ব সরকারী কোষাগারে জমা দিয়ে বছরে লাখ লাখ টাকা গুনছেন বিয়ে নিবন্ধনের কাজী। ধনী-গরীব যে কোন পরিবার হউক না কেন ফি দিতে হবে তাদের হিসাবে। কারণ তাদের দাবী এটি সরকারী ফি। নির্ধারিত সর্বোচ্চ ও সর্ব নিম্ন ফি নেয়ার নিয়ম তারা মানছেনা না। তাই বিয়ের সময় মুসলিম নব দম্প্রতির কাছ থেকে মোটা অংকের ফি নিচ্ছেন কাজীগণ। কিন্তু সরকারী কোষাগারে সেই পরিমানে টাকা জমা দেয়া হয়না। ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার আর আর্থিক ভাবে টকছেন লোকজন। শুধু তাই নয়, অনুষ্টানের যাতায়াত করার জন্য ২/৩শ টাকা এবং কপি নেয়ার সময় লাগবে আরও ২শ টাকা।
মুসলিম রিতি অনুযায়ী ধনী, বৃত্তশালী পরিবারে বিয়েতে ১০ থেকে ২০ লক্ষাধীক টাকা (দেন মোহর) নির্ধারণ করা হয়। দেন মোহর নগদ অথবা বাকীতে থাকলেও বিয়ের কাবিন রেজিষ্ট্রির ফি কম অথবা বাকী চলবে না। এক্ষেত্রে একটি বিয়ের অনুষ্টান থেকেই কয়েক হাজার টাকার ফি আদায় করেনেন কাজীরা। শুধু তাই নয়, বিয়ের আইনি প্রক্রিয়া মজবুত রাখার লক্ষ্যে রেজিষ্ট্রি কাবিন পাইতে দরিদ্র, হতদরিদ্র পরিবারের লোকজন পর্যন্ত তাদের দাবীর আকাশ চুম্বি হাকা ফি থেকে রেহাই পাননি । চাহিদা পরিমাণ ফি দিলে বিয়ে নিবন্ধন প্রক্রিয়া শুর হয়, আর কম হলে প্রতিনিয়তই বিয়ে বাড়িতে লোকজনের সাথে বাক-বিতন্ড ঘটে কাজীদের। তখন বিয়ে বাড়ির সকল অনুষ্টানের কর্মকান্ড স্থগিত করে কাজীর হিসাব নিয়ে চলে সকলের চেষ্টা। বিষেশ করে কনে পক্ষের লোকজন বরের কাছ থেকে রেজিষ্ট্রি কাবিন পাওয়ার জন্য দরিদ্র মানুষ নিরুপায় হয়ে কাজীদের দাবী মিঠিয়েই বিয়ের নিবন্ধন করিয়ে নেন।
জেলা রেজিষ্ট্রার সূত্রে জানাযায়, হবিগঞ্জ জেলার ৭৭ টি ইউনিয়নে ১জন ও ৪টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ১জন করে বিয়ে ও তালাক নিবন্ধণ রেজিষ্ট্রির জন্য সরকারী ভাবে কাজী নিয়োগ করা হয়েছে। প্রতি বছরের জুলাই মস থেকে জুন পর্যন্ত ইউনিয়ন ওয়ারী কাজীগন ১হাজার এবং পৌর-ওয়ার্ডের কাজীগণ ২হাজার টাকা চালানের মাধ্যমে ব্যাংকে জমা সরকারী তহবিলে জমা দেন।
সূত্রে আরও জানায়, বিয়ে নিবন্ধনের জন্য ১লক্ষ টাকা দেনমোহরানার বিপরীতে ১হাজার টাকা এবং সর্ব নিম্ন ২০০টাকা ফি নির্ধারণ করা হয়েছে।