জাঙ্গালিয়া-নন্দনপুর সড়ক উপজেলা সদরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এটি বাহুবলে কলেজ ও বাহুবল হাসপাতালে যাতায়াতেরও একমাত্র রাস্তা।
এ রাস্তার শুরুতেই সৃষ্টি হয়েছে একটি বিশাল গর্ত। যেখানে বৃষ্টির পানি জমেছে হাটু সমান। এর উপর দিয়েই ঝুকি নিয়ে চলছে যানবাহন। প্রশাসনের নাকের ডগায় রাস্তার এ করুণ দশা দেখে জনৈক পথচারীর মন্তব্য “তাহলে এ জনপদের অবশিষ্ট রাস্তাগুলোর না জানি কি করুণ অবস্থা”।
ছবিটি ৪ জুলাই হাসপাতাল সংলগ্ন স্থান থেকে ক্যামেরাবন্দি করেছেন সামিউল ইসলাম। প্রতিবেদন তৈরি করেছেন মনিরুল ইসলাম শামিম।