মনিরুল ইসলাম শামিম : বাহুবলে সড়ক দুর্ঘটনায় ময়না মিয়া নামে এক সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
সোমবার দুপুর পৌণে ২টায় সংঘটিত দুর্ঘটনায় আহত ময়না মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পর রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি তার শ্যালক যুবদল নেতা আব্দুল হান্নান নানু নিশ্চিত করেছেন।
নিহত ময়না মিয়া উপজেলার সেনারকান্দি গ্রামের হাজী কমর উদ্দিনের পুত্র। ওই সময় তিনি সিএনজি অটোরিকশাযোগে মিরপুর থেকে ঢাকা-সিলেট মহাসড়ক পথে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাকে বহনকারী অটোরিকশাটি মহাসড়কের উপজেলা সদর সংলগ্ন ইসলামাবাদস্থ মোহনা কমিউনিটি সেন্টারের কাছে একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় অটোরিকশা যাত্রী ময়না মিয়া (৫০) গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।