বানিয়াচং থেকে সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচং মেধাবিকাশ হাইস্কুলে মা সমাবেশ হয়েছে। বধুবার সকালে স্কুল মাঠে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণও করা হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, শিক্ষানুরাগী আসাদুর রহমান খান, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, অভিভাবক কমিটির সদস্য কাজী গিয়াস উদ্দিন। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, শিক্ষক সামিয়া ফেরদেৌসী, অভিভাবক রিতা রানী বণিক, সাহারা আক্তার প্রমূখ। পরে ক্রিড়া প্রতিয়োগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।