নিজস্ব প্রতিনিধি: বাহুবল উপজেলা পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান নাসির দেশে প্রত্যাবর্তন করেছেন।
ইংল্যান্ড থেকে দেশে ফেরার পথে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে তিনি উপজেলার মিরপুর চৌমুহনীতে পৌঁছলে দলীয় নেতাকর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দাল মিয়া, যুবলীগ সহ-সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মশিউর রহমান চৌধুরী সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এম রশিদ আহমদ, হুমায়ূন রশিদ জাবেদ, সানোয়ার আবদাল আনোয়ার, বদরুল আলম, ফখরুল, জসিম, জুবেদ, রুয়েল, জেলা ছাত্রলীগ নেতা কাজী গোলা দস্তগীর লায়েক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু ছালেহ মোঃ শরিফ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রিপন, ভাদেশ্বর ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক আব্দুল রউফ মায়া আলী, ইউপি মেম্বার ফুলবানু বেগম, ইউপি মেম্বার গৌরী রানি রুদ্রপাল দূর্গা, ইউপি মেম্বার মিনতি রানী যাদব, ইউপি মেম্বার ফরিদ মিয়া, ইউপি মেম্বার নাছিম উদ্দিন, ইউপি মেম্বার এখলাছ মিয়া, ইউপি মেম্বার দুলাল মিয়া, ইউপি মেম্বার ইয়াকুব আলী, ইউপি মেম্বার শ্রীকুমার কৈরী ও ইউপি মেম্বার রাধেশ্যাম কৈরী প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আক্তারুজ্জামান নাসির ৯০’এর শৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথ কাপানো নেতা। তিনি বাহুবল উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পূর্বে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ক্রীড়া সম্পাদক ছিলেন। রাজনীতির সুতিকাগার থেকে উঠে আসা এ নেতা বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে উন্নয়নের বিপ্লব ঘটবে।