বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে সুমন মিয়া (১৪) নামক এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। রোববার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরের হামিদনগর এলাকার হারুন মিয়ার বিল্ডিয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক উপজেলার অলুয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
জানা যায়, সুমন মিয়া উপজেলার হামিদনগর এলাকার হারুন মিয়ার বিল্ডিয়ের তৃতীয় তলায় রাজমিস্ত্রির হেলপার হিসাবে কাজ করে আসছিল।
এ সময় বিল্ডিয়ের উপরে থাকা রড নাড়া ছাড়া করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে রডটি লেগে গেলে সে বিদ্যুতায়িত হয়।
তাৎক্ষনিক লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।