চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা ১৯৭৭ পিলার ২৪ এস এর নিকট প্রায় ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি৫৫ ব্যাটলিয়নের অধিনায়ক ল্যাঃ কর্ণেল সাজ্জাদ হোসাইন জানান, ২ এপ্রিল রাত ১টা ৩০ মিনিটে বিজিবির নিজস্ব গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালান, বিজিবি৫৫ ব্যাটলিয়নের বিওপি সাতছড়ি টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম।
এ সময় বিজিবির আঁচ পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় তারা ৪টি বস্তায় থাকা ৭৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। যার সীজার মূল্য তিন লক্ষ উনিশ হাজার দুইশ টাকা।