রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ‘এসো নষ্ট স্রোতের বিপরীতে সুন্দরের সহযাত্রী হই’ এমন শ্লোগান নিয়ে দীর্ঘ পথ চলা জনপ্রিয় প্রগতিশীল সামাজিক সংগঠন ‘সংশপ্তক’ এর উদ্যোগে জেএসসি, এসএসসি ও স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সর্ম্বধনা ও সংশ্লিস্ট সংগঠনের কাউন্সিল-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সংগঠনের আহবায়ক মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম, ইশতিয়াক আহমেদ পরাগ ও আল ফারাবী চৌধুরীর সঞ্চালনায় শুক্রবার সকাল ১০ টায় হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার দৈনিক জনকন্ঠ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, বৃন্দাবন সরকারী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিমাংশু শেখর সুত্রধর, সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইয়াছিন খাঁ ও সংশপ্তকের সংগঠক সামরিনা নওশীন দিনা।
এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ইব্রাহিম হোসেন শান্ত, শ্বাশত রাজ চৌধুরী, মাহবুবুর রহমান হাসান, ইয়াসমিন আক্তার আঁখি, শাহ তানজিম আফসার এবং কৃতি শিক্ষার্থী মাহপাড়া শায়খা বিথী ও হিমালয় দেব। এদিকে সংশ্লিস্ট ১ম পর্ব অনুষ্ঠানের সমাপ্তির আগে প্রগতি পথে আসার আহবান জানিয়ে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করে সংশ্লিস্ট সংগঠনের শিল্পীরা। পরবর্তীতে শুরু হয় সংগঠনের কাউন্সিল -২০১৭ অধিবেশন।