বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে দুই জুয়ারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্র্যাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৯ জুন)সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ জসীম উদ্দীনের আদালতে হাজির করা হলে তিনি ঐ দুই জুয়ারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
কারাদন্ড প্রাপ্তরা হলেন বাহুবল উপজেলার ভেরাখাল উজ্জতপুর গ্রামের মুদ্দত আলীর ছেলে ইদ্রিছ আলী(৩৬) ও উপজেলার নারকেলতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে শাহিদ মিয়া(৩৫)।এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টারদিকে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এ এসপি রাসেলুর রহমান রাসেলের নেতৃত্বে একদল পুলিশ বাহুবল উপজেলার গোসাই বাজারে অভিযান চালিয়ে দুই জুয়ারীকে আটক করে থানায় নিয়ে আসে।
বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার মফিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।