সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে : তরফ রাজ্য বিজয়ী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ দরবার শরীফে পূর্ব-পশ্চিমে রওজা শায়িত হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (মদনী)সহ ১২০ আউলিয়া গণের উত্তরসূরী বংশধর প্রয়াত সাবেক মোতাওয়াল্লী পীরে মোকাম্মেল মুর্শেদে কামেল আলা হযরত শাহ সুফী সৈয়দ সাঈদ আহম্মদ চিশতী (রঃ) এর স্বরণে ও হুজুরের হুকুমে ৫৯ তম দিনব্যাপী পবিত্র ওরস মোবারক ও উক্ত সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ৪ ঠা মার্চ ২০ শে ফাল্গুন বুধবার।
এ দিনে কোরআন তেলাওয়াত, বাদ এশা মিলাদ, জিকির ও সামা মাহফিল শেষে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।উক্ত পবিত্র ওরস উপলক্ষে ̈ নাসিরনগর থানার খান্দুরা দরবার শরীফে উত্তর হাবেলীর পীরজাদা বড় সাহেব সৈয়দ মুজিবুর রহমান লিটন পবিত্র ওরসে মিলাদ পাঠ করবেন। পবিত্র ওরস সফল করার লক্ষে ̈ সকল আশেকান, মুরিদান ও ভক্ত বৃন্দকে আসার জন্য দাওয়াত জানিয়েছেন মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব গদ্দীনিশীন শাহজাদা সৈয়দ সফিক আহমেদ সফি চিশতি । বিস্তারিত জানার জন্য- ০১৭১৬-১৩৭৯৬১ যোগাযোগ করুন।