বাহুবল প্রতিনিধি : বাহুবলে ডাকাতি মামলার পলাতক আসামি লাল মিয়া ওরফে লাল (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ জুন) রাত ৯টায় কামাইছড়া ফাড়ির এএসআই আব্দুল কাদির জিলানী উপজেলার মিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে। লাল মিয়া বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের হানিফ উল্লার পুত্র।
ডাকাতি মামলার আসামি লাল মিয়াকে দীর্ঘদিন ধরে খোঁজছিল পুলিশ। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিৎ দেব গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, এএসআই জিলানী সঙ্গীয় ফোর্স ছাড়া ডাকাতি মামলার আসামি লাল মিয়াকে গ্রেফতার করে এক সাহসিকতার পরিচয় দিয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। আজ তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।