নবীগঞ্জ প্রতিনিধি : “নবীগঞ্জ থানা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক” এর উদ্যোগে এবং নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর তত্ত্বাবধানে গতকাল শনিবার দুপুরে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক দারিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের বাসভবনে চাল বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। বিশেষ অতিথি ছিলেন পৌর সভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর, সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, ডাঃ কাজল দেবনাথ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় ভট্রাচার্য্য টিপলু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল ও দীপংকর ভট্রাচার্য্য দেবুল, ছাত্রলীগ নেতা মিনহাজ আহমদ শুভন প্রমূখ। পরে অতিথিবৃন্দ প্রায় ১ শত দারিদ্র মানুষের মধ্যে মাথা পিছু ৫ কেজি করে চাল বিতরণ করেন।