ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ মুসলিম উম্মার অন্যতম উৎসব ঈদ-উল ফিতর’কে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শপিংমল এ ক্রেতাদের উপচে পড়া ভিড়’য়ে পরিনত হয়েছে । প্রত্যেকটি মার্কেটে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । পুরুষদের মধ্যে কেউ প্যান্ট-শার্ট,কেউ পাঞ্জাবি পায়জামা,আবার কেউ কেউ লুঙ্গি এছাড়াও বিভিন্ন পোশাক রয়েছে দোকান গুলোতে যার যার সামর্থ্য অনুযায়ী কিনছেন পোশাক । আর মাত্র ১দিন তারপরেই ঈদ-উল ফিতর ঈদ যত নিকটে ঠিক তত তাড়াতাড়ি কেনাকাটা শেষ করছেন ক্রেতাগণ । শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত নবীগঞ্জ শহর এর বিভিন্ন মার্কেট সরেজমিনে ঘুরে দেখা যায় নবীগঞ্জ শহরে লোকজনের ভিড়ের শেষ নেই । ক্রেতারা পোশাকের দাম একটু বেশি বললেও বিক্রেতারা বলছেন সময় এবং পরিস্থিতির তুলনায় দামটা ঠিক আছে । গত বছরের তুলনায় এইবার দোকানদার’রা লাভবান হবেন বলে প্রতিবেদকে জানান । এবার বাজারে অন্যান্য পোশাকের চেয়ে বিদেশী পোশাক বাহুবলি, কাটাপ্পা চাহিদা খুব বেশি। মুসলিম ধর্মলম্বীদের দুটি উৎসবের মধ্যে ঈদুল ফিতর অন্যতম। এই ঈদকে ঘিরে সবার কিছু না কিছুর পোষাক কেনার আশা করে থাকে। নতুন পোষাক পরে বন্ধু বান্ধবীদের সাথে সাথে ঘুরতে যাওয়া। সব মিলিয়ে ঈদুল ফিতরকে প্রধান উৎসবের দিন বলা হয়। এর ফলে ঈদের অ াগে কেনাকাটার বাড়তি আয়োজন। যার ফলে সাধ ও সাধ্যের মধ্যে সকলেই কেনাকাটা করে থাকেন। নবীগঞ্জ শহর ঘুরে দেখা গেছে, শহরের অবস্থিত শেরপুর রোডে অবস্থিত রাজা কমপ্লেক্স, মধ্যবাজারে গোল্ডেন প্লাজা,জি এম প্লাজা, নূরানী মার্কেট, মরিয়ম মার্কেট,নবীগঞ্জ প্লাজা,সহ বিভিন্ন মার্কেটে বেচাকেনার ধুম । তরুণ যুবক-যুবতি ছোটবড় সকল বয়সের মানুষ ঘুরছে মার্কেটগুলোতে তাদের পছন্দের সব পোষাক কিনতে। আবার অনেকে নতুন পোষাকের খোঁজে প্রতিদিন ঘুরছে অভিযাত দোকানগুলোতে । শেষ সময় এ পোশাকের দোকানের পাশাপাশি ভিড় ছিল জুতার দোকানেও । শহরের রাজা কমপ্লেক্সের বাহারি ফ্যাশনের একজন বিক্রেতা জানান গত বছরের তুলনায় এবার অনেক পোশাক বিক্রি করেছি এবার ভালো লাভবান হব বলে আশা করছি ।