নিজস্ব প্রতিবেদক :-বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ থানা শাখার উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১ টার সময় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্টিত হয়।
শায়েস্তাগঞ্জ থানা শাখার সভাপতি আব্দুর রকিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ থানার সহ সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল জলিল, সহ সভাপতি গোলাম মোক্তাদির চৌধুরী মাসুদ, সহ সভাপতি মো: আজদু মিয়া, সহ সভাপতি গাজিউর রহমান ইমরান, সদস্য আবুল কালাম আজাদ মেম্বার, আব্দুল কাইয়ুম ফারুক মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু,অর্থ সম্পাদক ইকবাল মাহমুদ, যুগ্ম অর্থ সম্পাদক শামিম চৌধুরী, সদস্য নিউটন অধিকারী, জামাল আহমেদ রাজ, শামিম আহমেদ নাসির, সাংবাদিক শাহ মস্তোফা কামাল প্রমূখ।
পরে শায়েস্তাগঞ্জ এলাকার প্রায় অর্ধ শত গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।