মনিরুল ইসলাম শামিম ॥ বাহুবলের গোহারুয়া ছালেহা গফুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে শুক্রবার (২৩ জুন) মাদ্রাসা ময়দানে ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, তাই সকলকে পড়ালেখার পাশাপাশি মা-বাবার খেদমত করতে হবে। তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে যুক্ত হতে হবে। আজ ছুটির দিনে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে। আমি বিশ্বাস করি এতিম অসহায় মানুষদের যারা সাহায্য করে তাদেরকে আল্লাহও পছন্দ করেন।